ওয়াই-ফাইয়ের ধীরগতিতে কি করবো?

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
বর্তমানে আমরা কমবেশি সবাই ইন্টারনেট এর জন্য ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে থাকি। অনেক সময় ওয়াই-ফাইয়ের ধীরগতির কারণে বিরক্ত ধরে যায়।

কিছু সমস্যার কারণে এমনটি হয়। কিছু সহজ পদ্ধতির মাধ্যমে ওয়াইফাইয়ের গতি বাড়ানো যায়-

রাউটার রাখার স্থান:
রাউটারটি এমন জায়গায় রাখতে হবে (খোলামেলা বা উচুতে) যাতে ভালো সিগন্যাল পাওয়া যায়। এতে ওয়াই-ফাইয়ের গতি বৃদ্ধি পাবে।

নেটওয়ার্ক সুরক্ষিত রাখা:
ওয়াই-ফাইয়ের নেটওয়ার্ক সুরক্ষিত অবস্থায় রাখতে হবে। যাতে অন্য কেউ ওয়াই-ফাই নেটওয়ার্ক চালাতে না পারে। তাহলে স্পিড ভালো পাওয়া যাবে।

সিগন্যালের কাছাকাছি থেকে ইন্টারনেট ব্যবহার:
সিগনালের যত কাছাকাছি থাকবেন ততো ভালো গতি পাবেন। রাউটারের একটি নির্দিষ্ট সীমা রয়েছে এর মধ্যে ভালো গতি পাওয়া যায়। তবে কাছাকাছি থাকলে বেশি গতি পাবেন।

বড় ফাইল ডাইনলোড:
একটি উপযুক্ত সময়ে বড় ফাইল ডাইনলোড করতে হবে তাহলে ভালো স্পিড পাওয়া যাবে। ব্যবহারকারী কম থাকলেই বড় ফাইল ডাইনলোড করুন।
সূত্র : ডেইলি বাংলাদেশ ডটকম