জামালপুরে ৬ কবির কবিতাগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের ছয়জন কবির কবিতাগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ৩০ জুলাই রাতে জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কবিতা পরিষদ জামালপুর জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

জামালপুরের ছয়জন কবি ও তাদের প্রকাশিত কবিতাগ্রন্থগুলো হলো কবি মাহবুব বারীর গ্রন্থ ‘মাহবুব বারীর কবিতা’, কবি বাকী বিল্লাহর ‘লাবণ্য জড়ানো পাপ’, কবি আলী জহিরের ‘বড় জাড় হে’, কবি আহমদ আজিজের ‘সাদা কাগজের ঘর’, কবি মেহেদী ইকবালের ‘ছিঁড়ে যাওয়া নদীর টুকরোগুলো’ এবং মো. আব্দুল হাই আলহাদীর কবিতাগ্রন্থ ‘আগুইন্যা বহন’। সম্প্রতি গ্রন্থগুলো প্রকাশ করেছে জাতীয় কবিতা পরিষদ জামালপুর জেলা শাখা।

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে এবং জাতীয় কবিতা পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কবি শফিক জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে ছয়জন কবির প্রকাশিত কবিতাগ্রন্থের আলোচনা ও কবিতা আবৃত্তি করা হয়। গ্রন্থগুলোর আলোচনায় অংশ নেন ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, অধ্যাপক জাওয়াদুল হক, সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন মুরাদ, সহকারী অধ্যাপক স্বরূপ কাহালী, প্রভাষক আসলাম হোসেন ও কবি আশরাফ সালেহীন।

পরে ছয়জন কবির প্রকাশিত গ্রন্থ থেকে কবিতা আবৃত্তিতে অংশ নেন কবি সাযযাদ আনসারী, আবৃত্তিশিল্পী সহযোগী অধ্যাপক জয়শ্রী ঘোষ, মানসী গোস্বামী, হৃদয় লোহানী, রবিউল ইসলাম রাসেল, ফারজানা ইসলাম প্রমুখ।

সন্ধ্যা সাড়ে সাতটা থেকে টানা প্রায় তিন ঘন্টা সময় ধরে বিপুল সংখ্যক দর্শক- শ্রোতা এ প্রকাশনা অনুষ্ঠান উপভোগ করেন।