জামালপুরে পরিবার পরিকল্পনা সহায়কদের কর্ম পর্যালোচনা সভা

সভায় বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

প্রজনন হার, মাতৃমৃত্যু হার এবং শিশু মৃত্যু হার সন্তোষজনক পর্যায়ে নামিয়ে আনার প্রত্যয় নিয়ে ৪ ডিসেম্বর জামালপুরে অনুষ্ঠিত হয় পরিবার পরিকল্পনা সহায়কদের কর্মতৎপরতার ওপর পর্যালোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়।

জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম। সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ রোকন উদ্দিন, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইউএনএফপিএ প্রতিনিধি চিকিৎসক আজাদ রহমান, মোস্তাফিজুর রহমান, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল।

সভায় প্রত্যেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীগণ, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশ নেন।