জামালপুর সদর উপজেলা টাইলস্, স্যানেটারি, মোজাইক ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাতে জামালপুর শহরের গেটপাড়ে রেলওয়ে ওভারপাসের নিচে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর সদর উপজেলা টাইলস্, স্যানেটারি, মোজাইক ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শফিকুল ইসলাম শকুর সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন বলেন, জামালপুর সদর উপজেলা টাইলস্, স্যানেটারি, মোজাইক ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা রাজনীতি করি মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করার জন্য। এলাকার উন্নয়নের কাজ করার জন্য। দেশের উন্নয়নের কাজ করার জন্য। আমরা যদি সত্যিকার অর্থে দেশের উন্নয়ন সাধন করতে চাই। তাহলে এ দেশের প্রতিটি পেশা শ্রেণির মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে। সেক্ষেত্রে সদর উপজেলা টাইলস্, স্যানেটারি, মোজাইক ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের শ্রমিক যারা তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করাটাও আমাদের রাজনীতির একটা বড় অংশ।
জামালপুর সদর উপজেলা টাইলস্, স্যানেটারি, মোজাইক ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসনের সঞ্চালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন কর্ণেল, সদর উপজেলা টাইলস্, স্যানেটারী, মোজাইক ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবু সাঈদ, সাবেক সদস্য ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।
পরিচিতি সভা শেষে সদর উপজেলা টাইলস্, স্যানেটারি, মোজাইক ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয়ের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরিচিতি সভায় সদর উপজেলা টাইলস্, স্যানেটারি, মোজাইক ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অংশ নেন।