‘সাহসী নতুন বিশ্বে রিপোর্ট-স্বাধীন গণমাধ্যমে এআইয়ের প্রভাব’ এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ৩ মে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৩ মে শনিবার দুপুরে মাদারগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু, যুগ্মসাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, অর্থ বিষয়ক সম্পাদক সামিউল ইসলাম শামিম, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহীন, আনিছুর রহমান আইয়ুব, বজলুর রহমান খান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার পাশাপাশি সাংবাদিকদের মর্যাদা, অধিকার আদায় ও সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়নসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে রাষ্ট্রের প্রতি উদাত্ত আহ্বান জানান। এছাড়াও বিভিন্ন সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণকারী সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা এবং হয়রানির শিকার সাংবাদিকদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা জানানো হয়।
 
																			 
																		 
										 খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম
																খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম								 









