জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় প্রবাসীর স্ত্রী স্থানীয় একজন হিন্দু নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ১১ এপ্রিল শুক্রবার বিকালে উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল বাজারে এ ঘটনা ঘটায় তিন বখাটে যুবক। তাদের বিরুদ্ধে ১৯ এপ্রিল শনিবার থানায় মামলা দায়ের হয়েছে।
ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে জানান, তার স্বামী সৌদি প্রবাসী। ১১ এপ্রিল বিকালে উপজেলার কাঠারবিল বাজারে তার বড় জা, ভাতিজা-ভাতিজিদের সঙ্গে নিয়ে মোবাইল ব্যাংকিং দোকান থেকে টাকা তুলে একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় তিন বখাটে যুবক তাদের সামনে আসে এবং একজন তাকে জড়িয়ে ধরে। এ সময় তিনি চিৎকার দিলে লোকজন আসতে দেখে বখাটেরা দ্রুত পালিয়ে যায়।
তিন বখাটের মধ্যে উত্তর সাপমারী গ্রামের আব্দুস ছালামের ছেলে আলমগীর ওই নারীকে জড়িয়ে ধরেছিল। এ সময় সঙ্গে ছিল জাহাঙ্গীরের ছেলে সোহাগ ও নূর আলীর ছেলে নাইমুল ইসলাম। তাদের বাড়ি উত্তর কাঠারবিল গ্রামে।
এ ঘটনাটি নিয়ে স্থানীয় মুরুব্বিরা সালিশের নামে টালবাহানা শুরু করেন। সালিশ বসলেও বখাটে ওই তিন যুবক উপস্থিত না হওয়ায় সালিশ স্থগিত করা হয়। এরই মধ্যে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বখাঠেদের শাস্তির দাবিতে সরব হয়ে উঠেন স্থানীয়রা।
ভুক্তভোগী ওই নারীর শাশুড়ি এ প্রতিবেদককে বলেন, আমরা হিন্দু। আমাদেরও মানসম্মান আছে। বাজারে বউরা গেছে, তাদের জড়িয়ে ধরা জঘন্য অপরাধ। ঘটনার কয়েকদিন পার হলেও কোনো বিচার নেই, মেম্বার ও মুরুব্বিরা টালবাহানা করছেন। আমি এ ঘটনার বিচার চাই।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী ওই নারী তাকে যৌন নিপীড়নের অভিযোগে তিন বখাটে আলমগীর, সোহাগ ও নাইমুল ইসলামকে আসামি করে ১৯ এপ্রিল শনিবার থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।