জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দুস্থ, দরিদ্র ও হোটেল শ্রমিকদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
২৮ মার্চ শনিবার বিকালে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে মধ্য চুনিয়া পাড়া নিজ বাসভবন প্রাঙ্গণে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন।
তিনি তার নিজ অর্থায়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্রের মাঝে ৬৩০টি শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। এর মাঝে পৌরসভার ভেতরে অবস্থিত হোটেল শ্রমিকদের জন্য ২০০টি লুঙ্গি ও মহিলা শ্রমিকদের জন্য ৩০টি শাড়ি দেন।
এ সময় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত সবার সাথে কথা বলেন। পবিত্র ঈদুল ফিতরের সামনে সমাজের অসহায় দুস্থ মানুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করায় তিনি সাবেক কাউন্সিলর ফরহাদ হোসেনকে ধন্যবাদ জানান।
সাবেক কাউন্সিলর তার উদ্যোগের ব্যাপারে বলেন, আমি ২০০৬ সাল থেকে ইসলামিক বিধান মোতাবেক নিজের সাংসারিক সমস্ত ব্যয় নির্বাহের পর প্রতিবছর ১ হাজার পরিবারকে প্রতি ঈদে সুজি ও সেমাই বিতরণ করে আসছি। প্রতিবছর বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। আমার ২ নম্বর ওয়ার্ডের সাতটি মসজিদের জন্য সব সময় আল্লাহর ওয়াস্তে দান করেছি। মহান আল্লাহ আমাকে যতদিন সুস্থ রাখবেন ততদিন এই দান অব্যাহত রাখবো। আমার কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই এবং নির্বাচন করার জন্য এসব দান সদকা করছি না। আল্লাহর সন্তুষ্টির জন্য সমাজের অসহায় দুস্থ মানুষদের উপকারের জন্য নিজের দায়িত্ববোধ থেকে এসব করছি।
বিতরণ অনুষ্ঠানে ১ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি শামসুল আলম লিটন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান সানী, জিল বাংলা সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম সেলিম, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ইব্রাহিম খলিল, সাবেক পৌর যুবদলের সদস্য সচিব মোখলেছুর রহমানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।