জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আলাউদিন আল মামুনের অর্থায়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র ২০০ জন নারীকে একটি করে শাড়ি এবং ৫০ জন পুুরুষকে একটি লুঙ্গি উপহার দেওয়া হয়। ২৪ মার্চ সোমবার সকালে দেওয়ানগঞ্জ পৌর শহরে তার নিজ বাড়িতে এ আয়োজন করেন।
দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মালেক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অসহায় দরিদ্রদের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করেন।
উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক আলাউদ্দিন আল মামুন এ প্রতিবেদককে বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমার পরিবারের পক্ষ থেকে স্থানীয় হতদরিদ্র নারী ও পুরুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছি।