ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জকে পরাজিত করে ফাইনালে উঠেছে জামালপুর পৌরসভা, তারা ফাইনালে লড়বে সরিষাবাড়ীর সাথে খোকা মমতা ডেন্টাল সার্জারির উদ্যোগে ৩ দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প দেওয়ানগঞ্জে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুরে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে মাদারগঞ্জে সাপের দংশনে কৃষকের মৃত্যু আওয়ামী লীগের সাথে ছবি আছে এমন কেউ কমিটিতে আসতে পারবে না মেলান্দহকে পরাজিত করে ফাইনালে উঠেছে সরিষাবাড়ী উপজেলা দল সরিষাবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার কারামুক্তি দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে রিকশাভ্যান উদ্ধার, গ্রেপ্তার ২

দেওয়ানগঞ্জ : উদ্ধার হওয়া অটোরিকশাভ্যান ও দুই ছিনতাইকারী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সীমান্তবর্তী কাউনিয়ার চর এলাকায় যাত্রীবেশে রিকশাভ্যানচালককে পিটিয়ে আহত করে, অটোরিকশাভ্যান ছিনতাইয়ের ঘটনায় হারিয়ে যাওয়া অটোরিকশাভ্যান উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। ৬ মার্চ বৃহস্পতিবার ভোরে বকশীগঞ্জের পলাশতোলা থেকে রিকশাভ্যানটি উদ্ধার করা হয়।

এ সময় এই চক্রের সাথে জড়িত মামুন মিয়া (২৭) এবং জাকিরুল (২৫) নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, ৩ মার্চ সোমবার রাতে সানন্দবাড়ীর কাউনিয়ারচর বাজার থেকে অজ্ঞাত একজন যাত্রী সানন্দবাড়ী বাজারে যাওয়ার কথা বলে অটোরিকশাভ্যান ভাড়া নেন। সানন্দবাড়ী যাওয়ার পথে ওই যাত্রী হারুয়াবাড়ি এলাকায় পেছন থেকে গাড়ির চালক জহুরুল মোল্লাকে (৩৫) মাথায় রড দিয়ে আঘাত করেন। এ সময় গাড়ি থামালে চালককে এলোপাথাড়ি রড দিয়ে পেটাতে থাকেন। একপর্যায়ে অটোরিকশাভ্যানচালক জহুরুল মোল্লাকে রাস্তায় ফেলে দিয়ে অজ্ঞাত ওই যাত্রী অটোরিকশাভ্যান ছিনতাই করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় জহুরুল মোল্লাকে উদ্ধার করেন স্থানীয়রা। হারিয়ে যাওয়া অটোরিকশাভ্যান উদ্ধার হওয়ায় খুব খুশি এর মালিক জহুরুল মোল্লা।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, পুলিশ সুপার স্যারের সার্বিক দিকনির্দেশনায় যাত্রী সেজে অটোরিকশাভ্যান চোর চক্রের হাত থেকে অটোরিকশাভ্যানটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। একই সাথে এই চক্রের সাথে জড়িত দুই সদস্যকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জকে পরাজিত করে ফাইনালে উঠেছে জামালপুর পৌরসভা, তারা ফাইনালে লড়বে সরিষাবাড়ীর সাথে

দেওয়ানগঞ্জে রিকশাভ্যান উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৯:১৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সীমান্তবর্তী কাউনিয়ার চর এলাকায় যাত্রীবেশে রিকশাভ্যানচালককে পিটিয়ে আহত করে, অটোরিকশাভ্যান ছিনতাইয়ের ঘটনায় হারিয়ে যাওয়া অটোরিকশাভ্যান উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। ৬ মার্চ বৃহস্পতিবার ভোরে বকশীগঞ্জের পলাশতোলা থেকে রিকশাভ্যানটি উদ্ধার করা হয়।

এ সময় এই চক্রের সাথে জড়িত মামুন মিয়া (২৭) এবং জাকিরুল (২৫) নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, ৩ মার্চ সোমবার রাতে সানন্দবাড়ীর কাউনিয়ারচর বাজার থেকে অজ্ঞাত একজন যাত্রী সানন্দবাড়ী বাজারে যাওয়ার কথা বলে অটোরিকশাভ্যান ভাড়া নেন। সানন্দবাড়ী যাওয়ার পথে ওই যাত্রী হারুয়াবাড়ি এলাকায় পেছন থেকে গাড়ির চালক জহুরুল মোল্লাকে (৩৫) মাথায় রড দিয়ে আঘাত করেন। এ সময় গাড়ি থামালে চালককে এলোপাথাড়ি রড দিয়ে পেটাতে থাকেন। একপর্যায়ে অটোরিকশাভ্যানচালক জহুরুল মোল্লাকে রাস্তায় ফেলে দিয়ে অজ্ঞাত ওই যাত্রী অটোরিকশাভ্যান ছিনতাই করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় জহুরুল মোল্লাকে উদ্ধার করেন স্থানীয়রা। হারিয়ে যাওয়া অটোরিকশাভ্যান উদ্ধার হওয়ায় খুব খুশি এর মালিক জহুরুল মোল্লা।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, পুলিশ সুপার স্যারের সার্বিক দিকনির্দেশনায় যাত্রী সেজে অটোরিকশাভ্যান চোর চক্রের হাত থেকে অটোরিকশাভ্যানটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। একই সাথে এই চক্রের সাথে জড়িত দুই সদস্যকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।