জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্য দিয়ে জিল বাংলা সুগার মিল ওয়ার্কার্স ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার মিলের বীজ ও এগ্রোনমি ভবনে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ কে এম রায়হানুল আজিম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শওকৎ উর রহমান সোহাগ।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সভাপতি পদে বিজয়ী এম রায়হানুল আজিম ছাতা প্রতীকে পেয়েছেন ২১৮ ভোট। তার নিকটতম সভাপতি প্রার্থী রফিকুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ১৭৫ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী শওকৎ উর রহমান সোহাগ চেয়ার প্রতীকে পেয়েছেন ৩০৬ ভোট। তার নিকটতম সাধারণ সম্পাদক প্রার্থী রিয়াজল কাউছার খোকন চাকা প্রতীকে পেয়েছেন ১৭৫ ভোট।
কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সহ-সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. সোলায়মান।
নির্বাচনে ১১টি পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৫০৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৮৯ জন ভোটার।
এই নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- যুগ্ম সম্পাদক মো. নাছিম, সাংগঠনিক সম্পাদক জুয়েল মোল্লা, অর্থ ও দপ্তর সম্পাদক জাহিদ আনোয়ার কবীর, প্রচার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিল্লাল হোসেন, কার্যকরী সদস্য (বেতন) জবেদ আলী ও কার্যকারী সদস্য (মুজুরী) হামিদুর রহমান।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার সিআইসি শরিফুল ইসলাম সন্ধ্যা ৭টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় জিল বাংলা সুগার মিল, ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। নির্বাচন নিয়ে কোন প্রকার সমস্যা হয় নাই। অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
এ সময় নির্বাহী ম্যজিস্ট্রেট ও দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ ও দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্সকর্তা (ওসি) নাজমুল হাসান উপস্থিত ছিলেন।