প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া রোধ করা এবং আনন্দমুখর পরিবেশে পাঠদান কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ২০ নভেম্বর বুধবার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের সহযোগিতায় এবং স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ এর অর্থায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগনের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান প্রিন্স।
এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কমকর্তা ফাতেমা সুলতানা। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ, প্রকল্পভুক্ত দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা, পাররামরামপুর, চর আমখাওয়া ও ডাংধরা ইউনিয়নের ১২টি স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জের ইউসি মো. কামাল হোসেন ও প্রশিক্ষণ পরিচালনা করেন সিডস কর্মসূচির শিক্ষা কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কমকর্তা মহিবুর রহমান ও দ্বীপা রানী গোপ।
এছাড়া সাংবাদিক, প্রকল্পকর্মী মো. মনিরুজ্জামান, প্রোগ্রাম অফিসার এম এন্ড ই ও এফএফ আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
দিনব্যাপী সুন্দর ও সফলভাবে প্রশিক্ষণটি বাস্তবায়িত হয়।