ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
র‌্যাবের অভিযান : জেল পলাতক সাজাপ্রাপ্ত কয়েদি শেরপুরের রফিক গ্রেপ্তার রুনা আলমের বক্তব্যের প্রতিবাদ জানালেন তার ভাসুর খন্দকার ফারুক আহমেদ দলের ভারসাম্য ভারতকে হারানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে : হাথুরুসিংহে সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেলো সেনাবাহিনী জামালপুর জেনারেল হাসপাতালের শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠিত বকশীগঞ্জে পৌর সচিবের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ করলেন সাবেক মেয়র ২০০ কোটি ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই ভাই ভাই : ফরিদুল কবীর তালুকদার শামীম জার্মানি বাংলাদেশকে ১শ’ কোটি ইউরো দেবে : রিজওয়ানা গাজায় ‘দীর্ঘ যুদ্ধের’ জন্য প্রস্তুত হামাস

জামালপুর-ঢাকা সড়কে চালু হলো বিআরটিসি বাস সার্ভিস

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক মো. শফিউর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

ফিতা কেটে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করেন জামালপুর জেলা প্রশাসক মো. শফিউর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর-ঢাকা সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছে। জেলার নাগরিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ৪ সেপ্টেম্বর বুধবার বিকালে জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় ফিতা কেটে এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ জামালপুর-টাঙ্গাইল-ঢাকা সড়কে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস দিয়েছে। বাস দুটি জামালপুর ফৌজদারী মোড় থেকে সকাল ৭টায় ও রাত ১২টায় টাঙ্গাইল হয়ে ঢাকায় যাবে এবং ঢাকার কমলাপুর বিআরটিসি ডিপো থেকে জামালপুরের উদ্দেশে রাত ১২টা ও সকাল ৭টার দিকে ছেড়ে আসবে। বিরতিহীনভাবে বিআরটিসি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে জামালপুর থেকে ঢাকা পর্যন্ত পুরো দূরত্বের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক মো. শফিউর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

বুধবার বিকালে জেলা প্রশাসক মো. শফিউর রহমান ফিতা কেটে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন। এসময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী মুনমুন জাহান লিজা, বাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস, জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি শামীমা খান, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, সাবেক সভাপতি এম এ জলিল, বিআরটিসি কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।

উদ্বোধনের পর বিআরটিসি বাসে অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জানা যায়, জেলার নাগরিকদের দাবির প্রেক্ষিতে এর আগে ২০১৯ সালে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছিল। কিন্তু বাস মালিকদের সিন্ডিকেটের কারণে কয়েক মাস যেতে না যেতেই ওই বাস সার্ভিস বন্ধ হয়ে যায়। এ সড়কে ব্যক্তিমালিকানাধীন বাস সার্ভিসের অবস্থা খুবই নাজুক। ভালো মানের কোনো বাস সার্ভিস নেই। এতে দীর্ঘদিন ধরে এই জেলার মানুষ সড়কপথে যোগাযোগের ক্ষেত্রে নানা দুর্ভোগ পোহাচ্ছিলেন। দুটি এসি বাসের কারণে এই দুর্ভোগ কিছুটা কমবে। তবে যাত্রীসেবার মান ধরে রাখতে হবে।

উদ্বোধনকালে জামালপুর জেলা প্রশাসক মো. শফিউর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে জামালপুর-ঢাকা সড়কে এ বাস দুটির স্বাভাবিক গতিতে চলাচলের ক্ষেত্রে কোনো সিন্ডিকেটের কবলে পড়ে এটি যেন বন্ধ না হয় এজন্য যাত্রী সাধারণ ও বাস মালিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য , জামালপুর-ঢাকা সড়কে চলাচলের ক্ষেত্রে ০১৭৯৮৫১৯৭৩৩ নম্বরে যোগাযোগ করে টিকিট সংগ্রহের জন্য বলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

র‌্যাবের অভিযান : জেল পলাতক সাজাপ্রাপ্ত কয়েদি শেরপুরের রফিক গ্রেপ্তার

জামালপুর-ঢাকা সড়কে চালু হলো বিআরটিসি বাস সার্ভিস

আপডেট সময় ০৬:৫৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
ফিতা কেটে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করেন জামালপুর জেলা প্রশাসক মো. শফিউর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর-ঢাকা সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছে। জেলার নাগরিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ৪ সেপ্টেম্বর বুধবার বিকালে জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় ফিতা কেটে এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ জামালপুর-টাঙ্গাইল-ঢাকা সড়কে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস দিয়েছে। বাস দুটি জামালপুর ফৌজদারী মোড় থেকে সকাল ৭টায় ও রাত ১২টায় টাঙ্গাইল হয়ে ঢাকায় যাবে এবং ঢাকার কমলাপুর বিআরটিসি ডিপো থেকে জামালপুরের উদ্দেশে রাত ১২টা ও সকাল ৭টার দিকে ছেড়ে আসবে। বিরতিহীনভাবে বিআরটিসি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে জামালপুর থেকে ঢাকা পর্যন্ত পুরো দূরত্বের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক মো. শফিউর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

বুধবার বিকালে জেলা প্রশাসক মো. শফিউর রহমান ফিতা কেটে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন। এসময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী মুনমুন জাহান লিজা, বাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস, জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি শামীমা খান, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, সাবেক সভাপতি এম এ জলিল, বিআরটিসি কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।

উদ্বোধনের পর বিআরটিসি বাসে অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জানা যায়, জেলার নাগরিকদের দাবির প্রেক্ষিতে এর আগে ২০১৯ সালে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছিল। কিন্তু বাস মালিকদের সিন্ডিকেটের কারণে কয়েক মাস যেতে না যেতেই ওই বাস সার্ভিস বন্ধ হয়ে যায়। এ সড়কে ব্যক্তিমালিকানাধীন বাস সার্ভিসের অবস্থা খুবই নাজুক। ভালো মানের কোনো বাস সার্ভিস নেই। এতে দীর্ঘদিন ধরে এই জেলার মানুষ সড়কপথে যোগাযোগের ক্ষেত্রে নানা দুর্ভোগ পোহাচ্ছিলেন। দুটি এসি বাসের কারণে এই দুর্ভোগ কিছুটা কমবে। তবে যাত্রীসেবার মান ধরে রাখতে হবে।

উদ্বোধনকালে জামালপুর জেলা প্রশাসক মো. শফিউর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে জামালপুর-ঢাকা সড়কে এ বাস দুটির স্বাভাবিক গতিতে চলাচলের ক্ষেত্রে কোনো সিন্ডিকেটের কবলে পড়ে এটি যেন বন্ধ না হয় এজন্য যাত্রী সাধারণ ও বাস মালিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য , জামালপুর-ঢাকা সড়কে চলাচলের ক্ষেত্রে ০১৭৯৮৫১৯৭৩৩ নম্বরে যোগাযোগ করে টিকিট সংগ্রহের জন্য বলা হয়েছে।