
মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
গণহত্যার দায়ে সদ্য ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার ও বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জামালপুরে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। ১৭ আগস্ট শনিবার এ কর্মসূচি পালন করে দলটি।
১৭ মার্চ দুপুরে জামালপুর শহরের স্টেশন বাজার মোড়ে জামালপুর জেলা বিএনপি কার্যালয় থেকে গণমিছিল বের হয়। গণমিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
এর আগে জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী গোলাম নবী, আইনজীবী মনজুর কাদের বাবুল খান, আইনজীবী ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব।
বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, দেশের মানুষ সন্ত্রাসমুক্ত, লুটতরাজমুক্ত ও জুলুমমুক্ত বাংলাদেশ পেয়েছে। গণহত্যাকারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র করবেন এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। অবিলম্বে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে গণহত্যার দায়ে তাকে ফাঁসির দাবি জানান তিনি।
তিনি বিএনপিনেতাদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ যদি কোনপ্রকার ষড়যন্ত্র করার চেষ্টা করে সাধারণ মানুষকে সাথে নিয়ে তা প্রতিহত করতে হবে।