
মো. আলমগীর
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করায় জামালপুরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ নামের ব্যানারে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট শনিবার বিকেলে শহরের কালীঘাট এলাকা থেকে এ গণমিছিল বের হয়। মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি শফিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান বিপ্লব, মাওলানা কাজী মসিউর রহমান, যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান প্রমুখ।
এ সময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের রক্তের বিনিময়ে আওয়ামী লীগের শেখ হাসিনার সরকারের দুঃশাসন থেকে এ দেশকে স্বাধীন করা হয়েছে। এই স্বাধীনতাকে রক্ষা করার দ্বায়িত্ব অত্যন্ত কঠিন। আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে মসজিদ, মন্দির ও গির্জায় যেন কোনো ক্ষতি না হয়। আজকে যারা আমাদের ভেতরে সংখ্যালঘু রয়েছে তাদেরকে রক্ষা করার দ্বায়িত্ব নিতে হবে।
তিনি আরও বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে সেনাবাহিনীকে সার্বিক সহযোগিতা করতে হবে। সেই সাথে বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে দ্বায়িত্ব হস্তান্তর করুন।
এ সময় জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন খান, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন, সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, জেলা যুবদলের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান শাহীন, জেলা যুবদল নেতা খায়রুল ইসলাম লিয়ন, শহর যুবদলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মানিক, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, জেলা সংগ্রামী দলের সাবেক সাধারণ সম্পাদক আশিক রায়হান পারভেজ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশনসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী গণ মিছিলে অংশ গ্রহণ করেন।