দরিদ্রদের ঈদ সামগ্রী দিল আনসারী ফাউন্ডেশন

দরিদ্রদের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর শহরে প্রতি বছরের মতো এবারও তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষকে নগদ অর্থসহ ঈদ সামগ্রী উপহার দিয়েছে আনসারী ফাউন্ডেশন। ঈদসামগ্রীর মধ্যে ছিলো আতপ চাল, সয়াবিন তেল, সেমাই, চিনি, দুধ ও গরম মসলা। ৫ এপ্রিল সকাল ১১টার দিকে মাতৃসদন সংলগ্ন আনসারী বাড়ির নিজস্ব প্রাঙ্গণে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন আনসারী ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার ও সিনিয়র এডভাইজার নাজনীন আনসারী, কো-ফাউন্ডার অভিক আনসারী, সিনিয়র এডভাইজার মাহফুজুর রহমান আনসারী, কবি ও সাংবাদিক সাযযাদ আনসারী, মৃদুল আনসারী, সদস্য আতিক আনসারী, আনুসুহা আনসারী, মুন আনসারী, সামিন ইয়াসার, রিয়াজুল হক, মো. তারেক, আল-আমীন হাসান প্রমুখ।

ফাউন্ডেশনের কো-ফাউন্ডার অভিক আনসারী জানান, প্রতিবছর আনসারী ফাউন্ডেশনের মাধ্যমে ঈদুল ফিতর, ঈদুল আযহাসহ বিভিন্ন সময় আমরা অসহায় ও দরিদ্র মানুষকে সহায়তা করে থাকি। এবার ঈদুল ফিতর উপলক্ষে অসহায় তিন শতাধিক পরিবারকে নগদ অর্থসহ ঈদ সামগ্রী বিতরণ করেছি। এ ধরনের মানবিক কার্যক্রমে আমরা সবসময় সচেষ্ট থাকার চেষ্টা করি।