বশেফমুবিপ্রবি’র শিক্ষকদের ল্যাপটপ প্রদান

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বশেফমুবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৪৬ জন শিক্ষককে ল্যাপটপ প্রদান করা হয়েছে।

৭ ডিসেম্বর একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান তাদের হাতে নতুন ল্যাপটপ তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রথমবারের মতো ৪৬ জন শিক্ষককে আইসিটি সেলের মাধ্যমে এসব ল্যাপটপ প্রদান করা হয়েছে।

আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হুমায়ন কবিরের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।