গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ইসলামপুরে আলোচনা সভা

অনুষ্ঠানে নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্মরণে জামালপুরের ইসলামপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহসভাপতি হাবিবুর রহমান চৌধুরী শাহিন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, কোষাধ্যক্ষ মোরসেদুর রহমান খান মাসুম, ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান, কলেজ ছাত্রলীগ সভাপতি শাওন সরকার প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার জাকিউল হকের সঞ্চালনায় এতে উপজেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহতদের এবং বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্মরণে রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।