ইসলামপুরে জটিল রোগে আক্রান্ত রোগীরা পেল সহায়তার চেক

রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় ক্যান্সার, কিডনি-লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্তদের মাঝে সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

১০ জুলাই সকালে জেলা পরিষদ ডাকবাংলা হলরুমে ২২ জন দুস্থ রোগীর হাতে জনপ্রতি ৫০ হাজার টাকার চেক তুলে দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি।

জানা গেছে, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের বাস্তবায়নে ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আক্রান্ত ২২ জন রোগীদের মধ্যে এককালীন ১১ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফ আলীর সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী মো. আব্দুস সালাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাজাহান, সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক সরকারসহ অন্যানরা উপস্থিত ছিলেন।