স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভা

জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক আলোচনা সভা ৩০ মে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

সভায় বিশ্লেষণমুখী ধারণাপত্র উপস্থাপন করেন সরকারি আশেক মাহমুদ কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আজাদ খান। এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. জাকির হোসেন, বিশিষ্ট রাজনীতিক সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মোস্তাফিজুর রহমান, জেলা প্রেক্লাবের সভাপতি এম এ জলিল, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ওয়ার্ল্ড ভিশনের জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক সাগর ডি কস্তা, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান প্রমুখ।

সভায় স্মার্ট বাংলাদেশের ভিত্তি স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভার্মেন্ট, স্মার্ট সোসাইটি গড়ে তুলতে হলে সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সদ্ব্যবহার করতে হবে। পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্পবিপ্লবের বড় চ্যালেঞ্জ হিসেবে বক্তারা তথ্য প্রযুক্তির অপব্যবহারকে চিহ্নিত করেছেন। অপরদিকে মানুষের নৈতিকতা, মূল্যবোধ প্রতিষ্ঠা করতে না পারলে কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রেও প্রতিবন্ধকতার সৃষ্টি হবে বলে সবাই আশঙ্কা প্রকাশ করেন।