জামালপুর ডিএসএ কাপ ক্রিকেট : প্যারাবোলা মেথডে জয়ী জেসিসি লড়বে সেমিফাইনালে

ম্যাচসেরার পুরস্কার নেন জেসিসি’র মেহেদী। ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর ডিএসএ কাপ প্রথম বিভাগ ক্রিকেট লিগের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্যারাবোলা মেথডে ৩৫ রানে ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে জামালপুর ক্রিকেট ক্লাব (জেসিসি)। তাদের প্রতিপক্ষ ছিল মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব। ২৩ মে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

জামালপুর ডিএসএ ক্রিকেট উপকমিটি সূত্র জানায়, প্রথম বিভাগ ক্রিকেট লিগের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে টস জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক দীপের জেসিসি দল ৩৮.২ ওভারে সব উইকেট হারিয়ে ২০৭ রান করে। তাদের ব্যাটার মেহেদী করেন হাফ সেঞ্চুরি। ৪৯ বলে ৫০ রান করেন তিনি।তাদের ব্যাটার সজিব ২১ বলে ৩৯ রান করেন। প্রতিপক্ষ মুসলিমাবাদের বোলার নাইম সর্বোচ্চ ৪টি উইকেট নেন।

জবাবে দ্বিতীয় ইনিংসে ২০৮ রানের টার্গেট মাথায় রেখে ব্যাটিংয়ে নামে অধিনায়ক সাদ্দামের মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব দল। তারা ২৫.৪ ওভারে সাত উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২১ রান। তাদের হাতে আছে তিন ইউকেট, জয়ের জন্য তাদের রান দরকার ৮৭। কিন্তু এ সময় মাঠে নামে ঝড়বৃষ্টি। ফলে বৃষ্টির কারণে ম্যাচ আর শুরু করা সম্ভব হয়নি।পরে ম্যাচ আম্পায়ার ক্রিকেট আইনের প্যারাবোলা মেথড অনুসারে ৩৫ রানে জেসিসিকে বিজয়ী ঘোষণা করেন।

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দল জেসিসি’র মেহেদী। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. হাফিজুর রহমান টিপু ও ফুয়াদ হাসান। ম্যাচসেরা মেহেদীর হাতে পুরস্কার তুলে দেন জেলা আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান রবিন ও ডিএসএ ক্রিকেট উপ-কমিটির সদস্য সাব্বির হোসেন শ্যামল।

সংক্ষিপ্ত স্কোর:
জেসিসি : ৩৮.২ ওভারে ২০৭/১০, ( অপূর্ব ৬, মেহেদী ৫০, নব ৭, মিঠু ১৯, ইমন ৩৪, রানা ২, দীপ ২০, সজিব (অপরাজিত) ৩৯, মারুফ ৩, সোহাগ ৭, আকাশ ০; সাদ্দাম ৭-০-৫৬-০, নাইম ৮-১-২৯-৪, আসলাম ৬-০-৩৯-৩, রানা ১-০-১১-০, প্রত্যয় ৮-১-২৬-১, আনন্দ ১-০-৭-০, ইনসান ৮-১-৩৫-২)।

মুসলিমাবাদ : ২৫.৪ ওভারে ১২১/৭, (ইব্রাহিম ১০, বাবু ২, নাইম ০, নিলয় ১১, রায়হান (অরাজিত) ৪৬, প্রত্যয় ২৯, রানা ৮, সাদ্দাম ১, নয়ন (অপরাজিত) ৩; মারুফ ২-০-১১-০, মেহেদী ১-০-৮-১, আকাশ ৪-০-১৪-০, নব ৪-০-২২-০, অপূর্ব ৫-০-২২-১, সোহাগ ৩.৪-০-২২-২, রানা ৬-০-২১-৩)।

ফল : জামালপুর ক্রিকেট ক্লাব ৩৫ রানে জয়ী (প্যারাবোলা মেথড)।

ম্যাচ সেরা : বিজয়ী দলের মেহেদী।