দেওয়ানগঞ্জে ভূমিসেবা সপ্তাহ শুরু

দেওয়ানগঞ্জে ভূমিসেবা সপ্তাহের আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর স্থানীয় সরকার উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বাবু।ছবি:বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। ২২ মে উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে ভূমি সপ্তাহের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর স্থানীয় সরকার উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বাবু।

২২ মে সকালে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা ভূমি অফিস চত্বরে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেওয়ানগঞ্জে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান, মডেল থানার ওসি শ্যামলচন্দ্র ধর, বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, স্থানীয় এমপি প্রতিনিধি বিকাশ কবীর ইমরান প্রমুখ। সভা সঞ্চালনা করেন সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদ্দীন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চিকাজানি ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাছ, চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান সেলিম খান, হাতীভাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ বিভিন্ন পেশাজীবী, জনপ্রতিনিধি, উপজেলার ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা-কর্মচারীগণ।