ইসলামপুরে বজ্রপাতে নিহতের পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদান

বজ্রপাতে নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে নিহত পরিবারকে প্রশাসনেরর পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২১ মে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে সহায়তার টাকা তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামান আব্দুন নাছের বাবুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমান।

এ সময় চেয়ারম্যান আব্দুস সালাম, ইউপি সদস্য ফারুক হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২১ মে দুপুরে ডেপরাইপ্যাচ আগারী ব্রীজের খালে গোছল করতে যান উপজেলার চিনাডুলী ইউনিয়নের ডেপরাইপ্যাচ গ্রামের ফুলু মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৩৮)। এক পর্যায়ে বজ্রপাত হলে তার মৃত্যু হয়। এলাকাবাসী পরে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তাৎক্ষণিক জরুরী বিভাগে প্রশাসন নিহতের পরিবারকে সহায়তা প্রদান করেন।