বকশীগঞ্জে প্রতীক পেয়েই প্রার্থীদের শোডাউন

প্রতীক পাওয়ার পর মোটরসাইকেল শোডাউন করেন প্রার্থীরা। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

২ মে দুপুরের পর থেকেই প্রতীক পেয়েই মোটরসাইকেল শোডাউন করেন প্রার্থীরা।

শোডাউনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করেন প্রার্থীরা। অনেক প্রার্থীর পক্ষে নেচে গেয়ে ও ভিন্ন প্রচারণা শুরু হয়। পাড়া মহল্লায় মাইকিংয়ের মাধ্যমে স্ব স্ব প্রার্থীর পক্ষে প্রতীকের প্রচারণা চালানো হচ্ছে।

এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার (মোটরসাইকেল), নজরুল ইসলাম সাত্তার (ঘোড়া), শাহীনা বেগম (আনারস) ও আবুল কালাম আজাদ ফরিং (কই মাছ) প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে জাহিদুল ইসলাম জুমান তালুকদার (চশমা), জহুরুল হক জয়নাল (উড়োজাহাজ), শাহীনুর ইসলাম (মাইক) ও মওলানা শাহজালাল (নলকূপ) প্রতীক পেয়েছেন।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জহুরা বেগম (হাঁস), মাসুমা ইয়াসমীন স্মৃতি (প্রজাপতি), তাহমিনা আক্তার পাখি (কলস) ও আমেনা খাতুন (ফুটবল) প্রতীক পেয়েছেন।

আগামী ২১ মে বকশীগঞ্জ উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে এক লাখ ৮২ হাজার ৮১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।