কুড়িগ্রামে এনামুল হক চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা

বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

কুড়িগ্রাম জেলার স্বনামধন্য আইনজীবী বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক সম্মিলিত সামাজিক আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি প্রয়াত অ্যাড. এ টি এম এনামুল হক চৌধুরী চাঁদের প্রথম মৃত্যু দিবসে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে বিকাল ৫টায় জেলার মনি-জিতেন শংকর স্মৃতি পরিষদ চত্বরে এ নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়।

চাষি নুরুন্নবী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন একুশে ও স্বাধীনতা পদকে ভূষিত এস এম আব্রাহাম লিংকন, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান অ ন ম ওবায়দুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক কর্মকর্তা ডা. মওদুদ আহমেদ রাবু, ডা. মাহফুজার রহমান মজনু, ডা. আমিনুর ইসলাম, ডা. অজয় কুমার, পৌর মেয়র কাজিউল ইসলাম, বিশিষ্ট আইনজীবী আবদুল খালেক চাঁদ, সিনিয়র সিটিজেন সামিউল হোক নান্টু, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, কুড়িগ্রাম জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসীসহ কুড়িগ্রামের বিশিষ্টজনেরা।

বক্তারা প্রয়াত আইনজীবী এ টি এম এনামুল হক চৌধুরী চাঁদের কর্মময় জীবনের উপর আলোকপাত করে তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে সমাজের জন্য কাজ করলে তাঁর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন হবে এবং তাঁর স্বপ্ন পূরণ হবে বলে মন্তব্য করেন।