নির্মাণাধীন রেলওয়ে ওভার পাস ফ্লাইওভার পরিদর্শনে মির্জা আজম এমপি

নির্মাণাধীন রেলওয়ে ওভার পাস ফ্লাইওভার পরিদর্শন করেন মির্জা আজম এমপি। ছবি: মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর শহরের গেইটপার এলাকায় নির্মাণাধীন অ্যাডভোকেট মতিয়র রহমান রেলওয়ে ফ্লাইওভারের কাজের অগ্রগতি পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

এসময় উপস্থিত ছিলেন জামালপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নারায়ণ চন্দ পাল রানা, শাহরিয়ার উজ্জল, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদসহ সড়ক ও জনপথের প্রকৌশলীবৃন্দ।

নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজটে নাকাল মানুষ। এই গেইটপাড় এলাকার যানজট নিরসনে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ সময় মির্জা আজম এমপি আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যানজট নিরসনে জন্য তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।