জামালপুর সদরে ১৫ হাজার তালগাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

জামালপুর সদরে রাস্তার পাশে তালগাছের চারা রোপণ করে বজ্রপাতনিরোধী তালগাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের বিভিন্ন স্থানে বজ্রপাত নিরোধী ১৫ হাজার তালগাছ রোপণ কার্যক্রম শুরু করেছে সদর উপজেলা প্রশাসন। ২০ নভেম্বর দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

জামালপুর সদর উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা বিভাগের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন সদরের ১৫টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে এক হাজারটি করে তালগাছের চারা রোপণ করবে। ২০ নভেম্বর দুপুরে সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের খুপিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার দুই পাশে তালগাছের চারা ও বীজ রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বজ্রপাত নিরোধী তালগাছ রোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোজাফ্ফর হোসেন এমপি। এছাড়া জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, সহকারী কমিশনার (ভূমি) মো. বরকত উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় শিক্ষক-শিক্ষিকা ও দিগপাইত ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোজাফ্ফর হোসেন এমপি জেলা প্রশাসক শ্রাবস্তী রায়সহ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে তালগাছের চারা রোপণ করেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা রাস্তাটির দুই পাশে তালবীজ রোপণ করেন।