ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার রাজধানীর ভবনগুলো

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ২১ নভেম্বর ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানীর বিভিন্ন ভবন কেঁপে ওঠে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। খবর এএফপি’র।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪ এবং এটি জাকার্তার দক্ষিণে শহরের কাছে আঘাত হানে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপ্রকৃতিবিদ্যা বিষয়ক সংস্থা এর আগে জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬ এবং এটি জাকার্তার প্রায় ১০০ কিলোমিটার দূরে সিয়ানজুরের কাছে আঘাত হানে।

এতে তাৎক্ষণিকভাবে রাজধানীতে হতাহত বা বড় ধরনের কোন ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। এ সময় লোকজনকে হড়োহুড়ি করে বাসাবাড়ির বাইরে বেরিয়ে আসতে দেখা যায়।

ইন্দোনেশিয়ার অবস্থান প্যাসিফিক ‘রিং অব ফায়ারে’ হওয়ার কারণে দেশটিতে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে।