জামালপুরে তথ্য সংরক্ষণ ও বিনিময় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জামালপুরে তথ্য সংরক্ষণ ও বিনিময় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে তথ্য সংরক্ষণ ও বিনিময় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর সকালে জেলা পুলিশ সুপারের মিলনায়তনে নারী পক্ষের নারীর এগিয়ে চলা প্রকল্পের উদ্যোগে এর আয়োজন করা হয়।

তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খানের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান সোহান, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান, নারী পক্ষের সহ-ব্যবস্থাপক লিপি লিলিয়ান রোজারিও, সদস্য আইনজীবী শাহনাজ আক্তার, রেহানা সামদানী কনা, প্রকল্প কর্মকর্তা ফাতিমাতুজ জোবায়েদা, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমসহ আরও অনেকে।

এসময় বক্তারা নারীর বৈষম্য দূরীকরণে নারীর সমতা, জেন্ডার, ন্যায্যতা ও সহিংসতা মুক্ত জীবন গড়ার বিষয়ে আলোকপাত করেন।

কর্মশালায় পুলিশ, সাংবাদিক, মানবাধিকার কর্মী, এনজিও কর্মী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও নারী নেতৃরা উপস্থিত ছিলেন।

এসময় নারী ও শিশুর সুরক্ষায় হাসপাতাল, পুলিশ, আইনজীবীদের কাছ থেকে সহনশীল ও সহযোগিতামূলক আচরণের অনুরোধ জানান।