বকশীগঞ্জে মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

বকশীগঞ্জে এক মাদকসেবীকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটককৃত এক মাদকসেবীকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. আতাউর রাব্বী ২ অক্টোবর রাত ৯টার দিকে মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতে আবদুল মালেককে (৩৫) এই দণ্ডাদেশ দেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষে এসি ল্যান্ড মো. আতাউর রাব্বী ও জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় মাদক সেবন সময় উজান খেওয়ারচর গ্রামের আবদুল মোতালেবের ছেলে আবদুল মালেককে হাতেনাতে আটক করা হয়।

পরে রাত ৯টায় ভ্রাম্যমাণ আদালতে তাকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।