জামালপুরে মাদকবিরোধী আলোচনা সভা

জামালপুর সিংহজানী উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এ শ্লোগান সামনে রেখে বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমের অংশ হিসেবে ৩০ আগস্ট জামালপুর সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওাজ, জামালপুর প্রেসক্লাবের সদস্য ও উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাইম রহমান, সহকারী প্রধান শিক্ষক ফরহাদ হোসেন প্রমুখ।

সভায় দুইশতাধিক ছাত্রী ও শিক্ষক অংশ নেন।

বক্তারা মাদকের কূফল সম্পর্কিত বাস্তব কিছু দুঃখজনক উদাহরণ তুলে ধরে বলেন, মাদকের পরিণতি মৃত্যু। পরিবার ও রাষ্ট্রের সকল সম্ভাবনাকে ঝুঁকির মধ্যে ফেলে দেয় মাদকাসক্তি।

অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম খন্দকার আব্দুল্লাহ আল মামুন অন্যান্য বক্তাদের আলোচনার সূত্র ধরে বলেন, জীবন থেকে নেওয়া ঘটনাগুলো থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ করি তাহলে আমাদের আগামীদিনের স্বপ্নগুলো এবং বাবা, মায়ের প্রত্যাশাগুলো পূরণ হবে। তোমরাইতো মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় কারিগরের ভূমিকা পালন করবে।