সরিষাবাড়ীতে অনলাইন গ্যাম্বলিং চক্রের সদস্য নাঈম আটক

নাইমুল হাসান নাঈম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে নাইমুল হাসান নাঈম (২৮) নামে এক অনলাইন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে ৯ আগস্ট দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়েছে পুলিশ। নাইমুল হাসান পৌরসভার মুলবাড়ী গ্রামের ফজলুল হকের ছেলে।

মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, নাঈম ক্রোম নামক অ্যাপে বেটিং সাইডে মার্কেটজিরো জিরো সেভেন ডটকম, ১এক্সবেট, বাজি থ্রিসিক্সফাইভ ডটনেট ও হিসটারি নামক অপশনসহ একাধিক বেটিং সাইটের এজেন্টের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া পরিচালনাসহ অন্যান্যদের জুয়া খেলার রেফার একাউন্ট খুলে দিতো। এছাড়াও তিনি বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট এর মাধ্যমে টাকার লেনদেন করে অনলাইনে জুয়া খেলা ও অন্যদের জুয়া খেলার জন্য তাদের নিকট থেকে অর্থ সংগ্রহ করতেন।

সেই অর্থ অন্য সহযোগীর সাহায্যে অবৈধভাবে ইলেকট্রনিক মানিতে রূপান্তর করে আসছিল। এ কাজে আরো ২০/২৫ জুয়াড়ি তাকে সহায়তা করতো। এমন গোপন সংবাদে ৮ আগস্ট রাতে এসআই আব্দুল খালেক, এএসআই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে আরামনগর বাজার বিসমিল্লাহ হোটেলের সামনের সড়ক থেকে নাইমুল হাসানকে আটক করে। এ সময় তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ মোহাব্বত কবির সাংবাদিকদের জানান, অনলাইনে জুয়া খেলার গোপন সংবাদে পুলিশ আরামনগর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় নাইমুল হাসান নাঈম নামে এক জুয়াড়িকে আটক