এইচএলপি প্রাতিষ্ঠানিকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এইচএলপি প্রাতিষ্ঠানিকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ বিষয়ক উপজেলা পর্যায়ে কর্মশালা ৮ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর উদ্যোগে এবং দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাজেদা ফাউন্ডেশনের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা আক্তার লিপি, ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, সাজেদা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম, সাজেদা ফাউন্ডেশন বকশীগঞ্জ এ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. লুৎফর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জন প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।