মাদারগঞ্জে যমুনায় পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে পানি উঠতে শুরু করেছে

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: উজান থেকে আসা ঢল আর ক্রমাগত বৃষ্টিতে যমুনার পানি ৫০ সেন্টিমিটার বেড়ে যাওয়ায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বন্যার পানি বৃদ্ধি পেয়েছে।

১৬ জুন থেকে যমুনা অববাহিকা চরাঞ্চলে এবং নিম্নাঞ্চলে পানি উঠতে শুরু করেছে।

উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি ড্রাইভারসনে পানি উঠায় ওই ইউনিয়নের সাথে উপজেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

বন্যায় উঠতি পাট, আউস ধান, সবজির ক্ষতি হয়েছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে কৃষি বিভাগ তাৎক্ষণিক জানাতে পারেনি।

এই খবর লেখা পর্যন্ত (বিকাল ৫টায়) পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।