মেলান্দহে সাংবাদিকের বাবা শাহাব উদ্দিন মাস্টার আর নেই

শাহাব উদ্দিন আনছারী

মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা অর্থ বিষয়ক সম্পাদক, প্রতিদিনের সংবাদ ও ডেইলি বাংলাদেশ এর প্রতিনিধি সাংবাদিক জিল্লুর রহমান রতনের বাবা, বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহাব উদ্দিন আনছারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

১৭ মে সন্ধ্যা ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়ি উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের আমির্ত্তী গ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

১৮ মে সকাল সাড়ে ১০টায় মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী-দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

জানাজার পূর্বে মরহুমের স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, রুস্তম আলী মাস্টার, জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর মজিদ বিএসসি, ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু, ঘোষেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আলতাব হোসেন, সম্পাদক মোবাশ্বির হাসান, শেখ কামাল সরকারি কলেজের অধ্যক্ষ শাহজাহান সাজু, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামাল প্রমুখ।