শেরপুরে অটোরিক্সা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদীতে সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুরাদ মিয়া (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলা পৌর শহরের শেখদী মোড়ে ওই সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের পিছনে বসে থাকা একজন গুরুতর আহত হয়েছেন। নিহত মুরাদ মিয়া পৌর শহরের কলাকান্দা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে।

প্র্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে কলাকান্দা নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে শহরে আসছিলেন মুরাদ। এ সময় তিনি শেখদী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল চালক মুরাদ মিয়া। এ সময় তার পিছনে বসে থাকা একজন গুরুতর আহত হন। ঘটনার পর পরই কৌশলে পালিয়ে যায় সিএনজি অটোরিক্সা চালক।

নিহতের লাশ উদ্ধার করা হয়েছে জানিয়ে শ্রীবরদী থানা পুলিশের ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।