বকশীগঞ্জে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন

বকশীগঞ্জে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অফিসের উদ্যোগে ২৭ মার্চ বিকালে উপজেলা পরিষদ চত্বরে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর আজাদ, সহকারী প্রোগ্রামার মোহাম্মদ খায়রুল বাশার রাজু, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা একেএম কামরুজ্জামান প্রমুখ।

পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে বীজ ১ কেজি বিঘা প্রতি, সার ইউরিয়া ৬ কেজি, টিএসপি ৩ কেজি, এমওপি ৩ কেজি বিঘা প্রতি বিতরণ করা হবে।