১১ বছর পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি কৃষক আব্দুল খালেক

নিখোঁজ আব্দুল খালেক

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে নিখোঁজ হওয়া বাবাকে উদ্ধারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ছেলে। ২৭ মার্চ দুপুরে সরিষাবাড়ী প্রেসক্লাব হল মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করে সংবাদ সম্মেলন করেন নিখোঁজ আব্দুল খালেকের ছেলে মিজানুর রহমান।

লিখিত বক্তব্যে মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আব্দুর খালেকের পরিবারের সাথে প্রতিবেশী সাইফুল ইসলামের ছেলে এনামুল হক, রাশেদ, সাইদ ও হাফিজুরের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ওই জমি সংক্রান্ত বিরোধে ২০১১ সালে নিখোঁজ হন খালেক ফকির। এ বিষয়ে অপহরণ ও গুম করার অভিযোগে তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। আদালত মামলাটির তদন্তের দায়িত্ব দেয় জামালপুর পিবিআইকে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন নিখোঁজ আব্দুল খালেকের ছেলে মিজানুর রহমান।ছবি: বাংলারচিঠিডটকম

নিখোঁজের ১১ বছর পেরিয়ে গেলেও এখনও উদ্ধার করা হয়নি কৃষক আব্দুল খালেককে। পরিবারের লোকজন আব্দুল খালেককে জীবিত বা মৃত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- নিখোঁজ খালেকের স্ত্রী মর্জিনা বেগম, মেয়ে ঝিনুক, ভাতিজা ইদ্রিস, কামাল হোসেন, পুত্রবধূ নার্গিস প্রমুখ।