আশরাফুল-মাশরাফির ১৫ বছরের পুরনো রেকর্ড ভাঙ্গলেন আফিফ-মিরাজ

বাংলারচিঠিডটকম ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আজ সপ্তম উইকেটে ৮৬ রানের জুটি গড়েন বাংলাদেশের আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজ। এতে ভেঙ্গে যায় মোহাম্মদ আশরাফুল ও মাশরাফি বিন মর্তুজার পুরনো রেকর্ড।

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সপ্তম উইকেটে ৫৪ রানের জুটি গড়েছিলেন আশরাফুল ও মাশরাফি। আজ প্রোটিয়াদের বিপক্ষে সপ্তম উইকেটে ৮৬ রান করে আশরাফুল-মাশরাফির পুরনো রেকর্ড ভাঙ্গলেন আফিফ-মিরাজ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সপ্তম উইকেটে আফিফ-মিরাজের জুটিটিই এখন বাংলাদেশের সর্বোচ্চ রান হিসেবে লিপিবদ্ধ হলো।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৪ রানে ৫ উইকেট হারায় সফরকারী বাংলাদেশ। সপ্তম উইকেটে ৮৬ রানে জুটি গড়ে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন আফিফ ও মিরাজ।