বকশীগঞ্জে উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সিড্স প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্রা বের করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে এবং উন্নয়ন সংঘের সিড্স প্রকল্পের উদ্যোগে তিনটি পৃথক স্থানে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে ।

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্য বিষয় নিয়ে মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের কিশোরী-কিশোর সংলাপ এবং কিশোরী সংলাপ ফোরাম ও বিভিন্ন জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের সদস্যদের অংশগ্রহণে দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের নেতৃত্বে একটি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংঘের সিড্স প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এছাড়াও সাধুরপাড়া ইউনিয়নের কেবি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএইচ কবিরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

অপরদিকে ধানুয়া কামালপুর ইউনিয়নে নারী দিবসের শোভাযাত্রাতে নেতৃত্ব দেন ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি।