বকশীগঞ্জে দুস্থ, প্রতিবন্ধী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম পরির্দশন

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে পৌর এলাকায় প্রতিষ্ঠিত মালিরচর মৌলভীপাড়া দুস্থ, প্রতিবন্ধী কারিগরি শিক্ষালয় ও প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ৯ মার্চ দুপুরে পরিদর্শন করা হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা, উপজেলা সহকারী প্রোগ্রামার খায়রুল বাশার সহ অন্যান্যরা পরির্দশন করেন।

এসময় অতিথিরা প্রশিক্ষণের কেন্দ্রের সেলাই প্রশিক্ষণ, প্রতিবন্ধী শিশুদের পাঠদান কার্যক্রম ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে শিক্ষক, প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন।

এছাড়াও ধানুয়া কামালপুর কো অপারোটভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, বরকত হোসেন , প্রশিক্ষণ কেন্দ্রের নির্বাহী পরিচালক খাইরুল ইসলাম, প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান শিক্ষক লাল মনি আক্তার, ম্যানেজিং কমিটির সভাপতি শামসুর রহমান, সহকারী শিক্ষক প্রিয়াঙ্কা তালুকদার সহ স্থানীয় অভিভাবকগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনও প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়নে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।