জামালপুরে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ

উপকারভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করেন বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ, স্বনির্ভরতার শপথ নিন’ এই স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু প্রবর্তিত সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।

২৬ জানুয়ারি সকালে জামালপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন অডিটরিয়ামে এ সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণের আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে ও সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শাহাদত হোসেনের সঞ্চালনায় ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফ্ফর হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু ইলিয়াস মল্লিক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ।

অনুষ্ঠানে ১১৬ জনের মাঝে ২৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়।