জামালপুরে র‌্যাবের অভিযানে হেরোইনসহ দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর থানাধীন দড়িপাড়া গ্রামস্থ টাঙ্গাইল বাস স্ট্যান্ডের জমজম কার পার্কিংয়ের সামনে থেকে ১৮ জানুয়ারি দুপুরে হেরোইনসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন- জামালপুর সদর উপজেলার চাপাতলা ঘাট গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে মো. শামীম (৩০) ও শেরপুর সদর উপজেলার কুলুর চর ব্যাপারীপাড়ার মো. নুরু মিয়ার ছেলে মো. পারভেজ (২৫)।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১৮ জানুয়ারি দুপুর দুটার দিকে জামালপুর জেলার সদর থানাধীন দড়িপাড়া গ্রামস্থ টাঙ্গাইল বাস স্ট্যান্ডের জমজম কার পার্কিং এর সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে হেরোইনসহ মাদক ব্যবসায়ী শামীম ও পারভেজকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১ গ্রাম হেরোইন, দুটি মোবাইল সেট (সীমসহ) ও নগদ ৪০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।