শ্রীবরদীর ৯টি ইউপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে প্রশাসনের মতবিনিময়

শ্রীবরদীর ৯টি ইউপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদী উপজেলায় ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ ডিসেম্বর দুপুরে শহরের আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নালিতাবাড়ী সার্কেলের এএসপি আফরোজা নাজনীন, জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ ডি এম শহিদুল ইসলাম ও পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এম এন সাজ্জিল সাদিক, থানা পুলিশের ওসি বিপ্লব কুমার বিশ্বাস।

এদিন সভায় উন্মুক্ত আলোচনায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলে উপজেলার ৯টি ইউপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আইনজীবী আব্দুর রউফ, হাবিবুর রহমান আরজু, এম এ জলিল, জুবায়ের রহমান, আব্দুল হালিম, আসিকুর রহমান, আবু শামা কবির, নাসিমা খাতুন, আসাদুল্লাহ বিল্লাল প্রমুখ।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন।