ইসলামপুরে ৩টি আওয়ামী লীগ, ২টি বিদ্রোহী বিজয়ী, ১টির ফলাফল স্থগিত

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলার ৬টি ইউনিয়নে ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ফলাফলে ৩টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা, ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন এবং ১টি ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।

ইসলামপুর উপজেলায় নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা হলেন- ইসলামপুর সদর ইউনিয়নে নৌকা প্রতীকের মো. হাবিবুর রহমান চৌধুরী, গাইবান্ধা ইউনিয়নে নৌকা প্রতীকের মো. মাকছুদুর রহমান আনছারী, চর গোয়ালিনী ইউনিয়নে নৌকা প্রতীকের মো. শহিদুল্লাহ সরকার, পলবান্ধা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের মো. মোস্তাফিজুর রহমান ও গোয়ালেরচর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের মো. আব্দুর রহিম।

এছাড়াও চর পুটিমারী ইউনিয়নে তিনটি কেন্দ্র স্থগিত থাকায় ওই ইউনিয়নে নির্বাচনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।