জামালপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন

জামালপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটি নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়। ছবি: মাহমুদুল হাসান মুক্তা

জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর শহর শাখার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর রাতে শহরের সরদারপাড়াস্থ আরাফাত রহমান কোকো স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সম্মেলনের উদ্বোধন করেন শহর বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী ও প্রধান বক্তার বক্তব্য রাখেন শহর বিএনপির সদস্য সচিব শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ।

ওয়ার্ড বিএনপির সভাপতি সুজন আহমেদ সফিকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলীর সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব ও শহর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাইন উদ্দিন বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন বাহাজ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আইনজীবী দিদারুল ইসলাম, শহর বিএনপির যুগ্মআহ্বায়ক মো. শহীদুর রহমান, মমিনুর রহমান, শফি চৌধুরী প্রমুখ।

জামালপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপি সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।ছবি: মাহমুদুল হাসান মুক্তা

পরে প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে পুনরায় সুজন আহমেদ সফিকুলকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সহ-সভাপতি মো. আব্দুল গফুর, মো. রেজাউল করিম রহমান, সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল, যুগ্মসাধারণ সম্পাদক মো. সোহাগ মিয়া, মো. ফরহাদ হোসেন, মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোস্তফাসহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

অপরদিকে ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন ১৫ নভেম্বের রাতে একই স্থানে অনুষ্ঠিত হয়েছে। ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে মো. সাইফুল ইসলামকে সভাপতি, রাসেল মিয়াকে সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমানের নাম ঘোষণা করা হয়।