জামালপুরে তীর্থ সত্যপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস্টার সভা ও বরণ বিদায় অনুষ্ঠান

বগাবাইদ ক্লাস্টার সভা এবং বরণ ও বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম : বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছর অতিক্রান্ত শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর ১ নভেম্বর জামালপুর পৌরসভাধীন বগাবাইদ ক্লাস্টারের আওতায় অত্র অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সকল কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা এবং শিক্ষার সার্বিক মানোউন্নয়নের লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফকে বরণ এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।

তীর্থ সত্যপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রাশেদুজ্জামান মিলন।

বগাবাইদ ক্লাস্টার সভা এবং বরণ ও বিদায় অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- তীর্থ সত্যপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুজ্জামান, মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান, রিমু আক্তার, চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুল হক, বেলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আক্তার শিরিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তীর্থ সত্যপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা বেগম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা ইসলাম।

আলোচনা সভা শেষে অতিথিদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন তীর্থ সত্যপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা বেগম। এর আগে উপস্থিত সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে শিশু শিল্পী আয়শা মেহজাবিন সবাইকে গান শুনিয়ে মুগ্ধ করেন।