মনোনয়নপত্র জমা দিলেন ইসলামপুরের ৬ ইউনিয়নের প্রার্থীরা

মনোনয়নপত্র জমা দেন গাইবান্ধা ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাকছুদুর রহমান আনছারী। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরের ইসলামপুরের ৬টি ইউনিয়নের ৩১ জন চেয়ারম্যান, ১৯০ জন সাধারণ সদস্য ও ৭৬ জন সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২ নভেম্বর দুপুরে উপজেলা রির্টানিং কর্মকর্তার কাছে প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা হোসনে আরা জানান, উপজেলার সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান চৌধুরী শাহীনসহ ৫ জন, সাধারণ সদস্য পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন; পলবান্ধা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাদত হোসেন স্বাধীনসহ ৫ জন, সাধারণ সদস্য ২৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৯ জন; গাইবান্ধা ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাকছুদুর রহমান আনছারীসহ ৬ জন, সাধারণ সদস্য ১৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৩২ জন; গোয়ালের চর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ অর রশিদসহ ৪ জন, সাধারণ সদস্য ১৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৩২ জন; চরপুটিমারী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সামছুজ্জামান সুরুজ মাস্টারসহ ৭ জন, সাধারণ সদস্য ৩৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১৬ জন এবং চর গোয়ালিনী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহিদুল্লাহ সরকারসহ ৪ জন, সাধারণ সদস্য ২৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।