মেলান্দহে ঘর কুপানোর অপবাদ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মেলান্দহে ঘর কুপানোর অপবাদ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বানাবন্দা নবজাগরণ সামাজিক সংগঠনের সহসভাপতি পলাশ মিয়াকে মিথ্যা অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জামালপুরে মেলান্দহ উপজেলার মাহমুদপুরের বানাবান্দা গ্রামে ৯ অক্টোবর এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পলাশ মিয়া জানান, ৮ অক্টোবর দিবাগত রাতে সংগঠনের সভাপতি মাসুদুর রহমান মানিক ও সহসভাপতি পলাশ মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। রাতেই ক্ষিপ্ত হয়ে মাসুদ নিজেই সংগঠনের ঘর কুপিয়ে ফেসবুকে মিথ্যা অপবাদ দিয়ে প্রচারণা চালান। মিথ্যা অপবাদের প্রতিবাদে সংগঠনের সর্বমোট ৪২ জন সদস্যের মধ্যে প্রায় ৩৬ জন উপস্থিত থেকে সংবাদ সম্মেলন করেন। উল্লেখ্য, সংগঠনের ঘরটি মানিক মিয়ার নিজ বাড়িতেই অবস্থিত।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বানাবান্দা নবজাগরণ সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন, যুগ্মসম্পাদক আরিফ হোসেন ও সোহেল রানা।