বকশীগঞ্জে উন্নয়ন সংঘের উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ে কিশোরী সংলাপ কেন্দ্রের কিশোরীদের অংশগ্রহণে শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে এবং উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের উদ্যোগে ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। প্রকল্পের ৬টি কিশোরী-কিশোর সংলাপ এবং ৪টি কিশোরী সংলাপ ফোরাম পর্যায়ে দিবসটি পালিত হয়।

এছাড়াও মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ে কিশোরী সংলাপ কেন্দ্রের কিশোরীদের অংশগ্রহণে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা ও আলোচনা সভায় নেতৃত্ব দেন মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম।

এসময় এসএসটির সভাপতি আলমাছ হোসেনসহ ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উন্নয়ন সংঘের সিড্স প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।