মেলান্দহে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

মেলান্দহে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে মৎস দপ্তরের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ আগস্ট উপজেলা মৎস্য দপ্তরের সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, মৎস্য ও বীজ সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ হাসেন আলী, মৎস্য সসম্প্রসারণ কর্মকতা সায়েদা জান্নাত, মেলান্দহ রিপোর্টাস ইউনিটির সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদাতা শাহ জামাল, সাংবাদিক জিল্লুর রহমান রতন, মুত্তাছিম বিল্লাহ, ফজলুল করিমসহ ইউনিটির অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এ সময় বক্তারা মৎস্য চাষের মাধ্যমে দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষের মাধ্যমে বেকারত্ব দূর করা যাবে বলে আলোকপাত করেন।